বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফেনীতে ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী নিহত

Paris
ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ১১:০৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফেনীর ছাগলনাইয়ায় পাঠাননগর এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে মো. মোস্তফা (৩০) নামে এক সৌদিপ্রবাসী প্রাণ হারিয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ৩টার দিকে ১০-১৫ জনের একদল ডাকাত নুরুল হক বলি মিয়ার বাড়িতে হানা দেয়। গেটের তালা ভেঙে চার ডাকাত ঘরে প্রবেশ করে। একপর্যায়ে ডাকাতরা ঘরে থাকা লোকজনের কাছ থেকে স্বর্ণ-গয়না লুটে নেয়।

এ সময় ওই গৃহকর্তার মেয়ের জামাতা মো. মোস্তফা এতে বাধা দিলে ডাকাতরা তার পেটে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত মোস্তফা ফুলগাজী উপজেলার ধর্মপুর গ্রামের মৃত মনির আহাম্মদের ছেলে। তার একটি মেয়েসন্তান রয়েছে। ছাগলনাইয়া থানার ওসি এম এম মোর্শেদ ঘটনা সত্যতা নিশ্চিত করছেন। গত বছরও ডাকাত দল তার ঘরে হানা দিয়ে সব কিছু লুট করে নেয়।

এ বছর ডাকাতি করে তাকে হত্যা করে। এটা নিছক ডাকাতি না এর পেছনে অন্যকিছু আছে তা খোঁজার চেষ্টা করছে পুলিশ।

সর্বশেষ - জাতীয়