সোমবার , ২৯ মে ২০১৭ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফিলিপাইনে সেনাদের ধর্ষণের দায় নেবেন প্রেসিডেন্ট!

Paris
মে ২৯, ২০১৭ ১:৫৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: মিন্দানাও দ্বীপে সামরিক শাসন জারি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। কিন্তু তিনি নিজের অবস্থানেই অনড় আছেন। এমনকি এ জন্য সেনাদের সব কাজের দায়ভার তিনি নিজেই নেবেন বলে জানিয়েছেন।

দ্বীপটিতে সামরিক শাসন জারি নিয়ে ওঠা সমালোচনার জবাবে সম্প্রতি কৌতুকপূর্ণ বক্তব্যও দিয়েছেন তিনি। দুর্তার্তে ঘোষণা দিয়েছেন, ‘দ্বীপটিতে কোনো সেনা যদি তিন নারীকে ধর্ষণ করে তবে আমি নিজেই সেটার দায়ভার নেব। ‘

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের বরাতে এ তথ্য জানা গেছে। সেনারা ক্ষমতার অপব্যবহার করতে পারে এমন আশঙ্কা থেকে উঠা প্রশ্নের জবাবেই দুতার্তে এসব কথা বলেন।

কৌতুকপূর্ণ, বিদ্রুপাত্মক এবং বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত রদ্রিগো দুতার্তে। বৈচিত্র্যময় বক্তব্য নিয়ে বিশ্ব গণমাধ্যমে হামেশাই আলোচিত হন তিনি। দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে সামরিক শাসন জারি নিয়ে দুতার্তে পরে আরও বলেছেন, সামরিক শাসন নিয়ে কোনো অঘটন ঘটলে তিনিই দায়ী থাকবেন। পাশাপাশি সেনা কর্তৃক ক্ষমতার কোনো ধরনের অপব্যবহারও তিনি সহ্য করবেন না।

সর্বশেষ - আন্তর্জাতিক