শুক্রবার , ৩১ জানুয়ারি ২০২০ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

প্রোটিয়াদের উড়িয়ে দিয়ে সেমিফাইনালে যুবারা

Paris
জানুয়ারি ৩১, ২০২০ ৯:১৫ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ দল। জয় নিয়ে সোজা সেমি ফাইনালের টিকিট কেটেছে যুবা টাইগাররা।

পচেফস্ট্রুমে আজ বৃহস্পতিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫ উইকেটে করেছিল ২৬১ রান। জবাবে ৪২.৩ ওভারে ১৫৭ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশের রকিবুল হাসান নেন ৫ উইকেট।

সেনওয়েস পার্কে বাংলাদেশ সময় দুপুরে শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। পারভেজ ইমন ও তানজিদ হাসান তামিমের উদ্বোধনী জুটি থেকে আসে ৬০ রান। তামিমের ব্যাটে দ্রুত রান আসলেও ইমন ছিলেন ধীরগতির। এলবিডব্লুর শিকার হয়ে সাজঘরে ফেরেন ৪০ বলে ১৭ রান করে। তিন নম্বরে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান দ্রুত ফিরে যান রান আউটের ফাঁদে পড়ে।

দ্রুত দুই উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে টেনে তোলেন তামিম-তৌহিদ হৃদয়ের জুটি। শতক থেকে মাত্র ২০ রান দূরে থাকতে ফেরেন তামিম। তৌহিদ হৃদয়ও দেখা পান অর্ধশতকের।

শাহাদাৎ হোসেন করেন ৭৬ বলে ৭৪ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৬১ তোলে বাংলাদেশ।

টার্গেটে খেলতে নেমে গ্রুপ পর্বের ম্যাচে হ্যাটট্রিক করা রকিবুল হাসানের পাঁচ উইকেট শিকারে ১৫৭ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। রকিবুল ছাড়া তানজীম হাসান সাকিব নেন দুই উইকেট। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন লুক বিউফার্ট। এ ছাড়া ৩৫ রান করেন জনাথন বার্ড।

সেমি ফাইনালে বাংলাদেশ লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে।

সর্বশেষ - খেলা