শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

প্রধানমন্ত্রীর জন্মদিনে রাজশাহীতে আ.লীগ নেতাদের শক্তির মহড়া

Paris
সেপ্টেম্বর ২৮, ২০১৯ ১০:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের নামে রাজশাহীতে শক্তির মহড়া দিতে মাঠে নেমেছিলেন আওয়ামী লীগ নেতারা। জেলা আওয়ামী লীগের নেতারা বিভক্ত হয়ে পালন করেছেন দলীয় প্রধানের জন্মদিন। সেখানেও দেখা গেছে কে কাকে ছাড়িয়ে যেতে পারেন। এছাড়া একই সময়ে ডাকা হয়েছে মহিলা লীগের আলাদা আলোচনা সভা।

সকালে নগরীর লক্ষ্মীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও দোয়া করে দলীয় প্রধানের জন্মদিন পালন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। সকালের এই কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আওয়ামী লীগ সভাপতির জন্মদিনের আয়োজন ছিল শুক্রবার দিবাগত রাত ১২টা এক মিনিট থেকেই। এদিন জেলা আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি নগরীর লালন শাহ মঞ্চে ফানুস উড়িয়ে জন্মদিন পালন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন তার নির্বাচনী এলাকার দুই উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল। দুপুরে বিশ্ববিদ্যালয়ে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেন এমপি ওমর ফারুক চৌধুরী।

আলাদা কর্মসূচি পালন নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, সভাপতি আগের কোনো কর্মসূচিতে আসেননি। তাই এই কর্মসূচিতেও তাকে ডাকা হয়নি। তবে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আর সভাপতি ওমর ফারুক চৌধুরী বলেন, দলের নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করে, তাদের নিয়ে কর্মসূচি পালন করেছেন।

এদিকে, বিকালে জেলা মহিলা লীগও আলাদা কর্মসূচি দিয়েছে। বিকালে জেলা মহিলা লীগের সভাপতি মর্জিনা পারভীন নগরীর আলুপট্টিতে আর সাধারণ সম্পাদক নাসরিন আকতার মিতা লক্ষ্মীপুর আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনার আয়োজন করেন। সেখানেও চলে শক্তির মহড়া।

জেলা মহিলা লীগের সভাপতি মর্জিনা পারভীন জানান, তিনি আগেই কর্মসূচি আহ্বান করেছেন। সেখানে যোগ দিতে কেন্দ্রীয় নেত্রীরা এসেছেন। সাধারণ সম্পাদক নাসরিন আকতার মিতা হঠাৎ করেই আলাদা কর্মসূচি দিয়েছেন।

 

 

সর্বশেষ - রাজশাহীর খবর