প্রথমবার ভোট দিলেন দীঘি

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। আজ দুপুর সাড়ে ১২টার দিকে দীঘি এফডিসিতে ঢুকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এরপর ৯ নম্বর ফ্লোরের দিকে যান, সেখানে তাঁর বাবা অভিনেতা সুব্রতর কাছে গিয়ে দাঁড়ান। সাবেক সাধারণ সম্পাদক ও একই পদে এবারের প্রার্থী জায়েদ খান এমন সময় দীঘিকে কাছে টেনে নিয়ে বলেন, ‘দীঘি এবারই প্রথম ভোট দেবে।

ওকে আমিই ভোটার বানিয়েছি। ’

এ সময় দীঘি বলেন, ‘এই এফডিসিতেই বলতে গেলে আমার জন্ম। আজ প্রথমবার শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছি এখানে। এটা অন্য রকম অনুভূতি। ’
এরপরই বাবার সঙ্গে ভোটকেন্দ্রে ঢুকে ভোট দেন দীঘি। পরে তাঁকে বেশির ভাগ সময়ই ডিপজল, মৌসুমীদের সঙ্গে দেখা গেছে।

kalerkantho

শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান এক প্যানেল থেকে নির্বাচন করছেন। অন্যদিকে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তার অপর প্যানেল থেকে নির্বাচন করছেন। দুই প্যানেলই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। নির্বাচনে মোট ভোটার ৪২৮ জন। সকাল ৯টায় এফডিসিতে শুরু হয়েছে ভোটদান, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

 

সূত্রঃ কালের কণ্ঠ