শুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পূর্ব ইউক্রেনের আরও একটি গ্রাম নিয়ন্ত্রণে নিলো রাশিয়া

Paris
অক্টোবর ১৮, ২০২৪ ১১:০০ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউক্রেনের পূর্বাঞ্চলের আরও একটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। এবার মাকসিমিলিয়ানিভকা গ্রামের নিয়ন্ত্রণ নিলো দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

তবে রয়টার্স স্বাধীনভাবে রাশিয়ার দাবি নিশ্চিত করতে পারেনি।

মাকসিমিলিয়ানিভকা গ্রামটি রুশ-নিয়ন্ত্রিত আঞ্চলিক কেন্দ্র ডোনেস্কের পশ্চিমে কুরাখোভ শহর থেকে ১০ কিলোমিটারেরও (৬ মাইল) কম দূরত্বে অবস্থিত। কুরাখোভ সেক্টর এই অঞ্চলের মধ্য দিয়ে রাশিয়ার অগ্রগতির একটি কেন্দ্রবিন্দু। রাশিয়া প্রায় ৫০ কিলোমিটার উত্তরে পোকরভস্কের লজিস্টিক্যাল হাব নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর স্টাফ অব জেনারেল সন্ধ্যায় এক প্রতিবেদনে বলেছেন, ইউক্রেনীয় বাহিনী ২৪ ঘণ্টার মধ্যে কুরাখোভের কাছে ৪৫টির সংঘর্ষ হয়েছে। এর মধ্যে ৩৬টি আক্রমণকে প্রতিহত করেছে দেশটি। নয়টি সংঘর্ষ তখনও চলছিল।

জনপ্রিয় ইউক্রেনীয় সামরিক ব্লগ ডিপস্টেট-এ মাকসিমিলিয়ানিভকার নিয়ন্ত্রণ নিয়ে লড়াইয়ের ফুটেজ প্রকাশ করেছে।

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - আন্তর্জাতিক