শুক্রবার , ১ এপ্রিল ২০২২ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুরনো হার্ডড্রাইভ কেনার আগে…

Paris
এপ্রিল ১, ২০২২ ৯:৪০ পূর্বাহ্ণ

অনেকে শখে বা কাজের প্রয়োজনে অতিরিক্ত হার্ডড্রাইভ ব্যবহার করেন। খরচ কমাতে অনেকেই পুরনো এক্সটার্নাল হার্ডড্রাইভ কেনেন। তবে কেনার আগে নিচের বিষয়গুলো যাচাই করে নিন।

১. হার্ডড্রাইভের ক্ষমতা কাজের গতির ওপর নির্ভর করে। যেসব হার্ডড্রাইভের আরপিএম (Revolutions per minute) বেশি, সেগুলো দ্রুতগতিতে কাজ করে। তাই কেনার সময় অবশ্যই আরপিএমের ক্ষমতা দেখে নিন। সাধারণত হার্ডড্রাইভের আরপিএম পাঁচ  থেকে ১০ হাজার পর্যন্ত হয়ে থাকে।

২. পুরনো হার্ডড্রাইভটি দেখতে যেমনই হোক অবশ্যই কম্পিউটারের সঙ্গে সংযোগ দিয়ে পরীক্ষা করতে হবে। এ সময় কম্পিউটার থেকে হার্ডড্রাইভে কোনো ফাইল সেভ হচ্ছে কি না, ধারণক্ষমতা অনুযায়ী হার্ডড্রাইভটি তথ্য সংরক্ষণ করতে পারছে কি না তা পরীক্ষা করা। ভালো হয় হার্ডড্রাইভটি একবার তথ্য দিয়ে ভরে মুছে ফেলুন। এতে নিশ্চিত হওয়া যাবে হার্ডড্রাইভের ভিতরে কোনো সমস্যা রয়েছে কি না।

৩. পাওয়ার সাপ্লাইয়ের প্লাগ অবশ্যই ভালো করে পরীক্ষা করতে হবে। কেনার আগে অবশ্যই এ বিষয়ে নিশ্চিত হতে হবে।

৪. হার্ডড্রাইভের বিক্রয়োত্তর সেবার মেয়াদ আছে কি না অবশ্যই জেনে নিন। মেয়াদ শেষ হওয়া হার্ডড্রাইভ না কেনাই ভালো।

৫. হার্ডড্রাইভের বাইরে কোনো আঘাত বা দাগ আছে কি না তা পরীক্ষা করতে হবে। পাশাপাশি চালু থাকা অবস্থায় হার্ডড্রাইভটি বেশি গরম হয় কি না তা-ও জানতে হবে। সাধারণত ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হার্ডড্রাইভের জন্য নিরাপদ।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - তথ্যপ্রযুক্তি

আপনার জন্য নির্বাচিত