শুক্রবার , ১ এপ্রিল ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুতিনের সঙ্গে কী বলবেন আগেই জানিয়ে দিলেন এরদোগান

Paris
এপ্রিল ১, ২০২২ ৭:২৮ অপরাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার ফোনে কথা বলবেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগান।

আর পুতিনের সঙ্গে ফোনে কি বলবেন সে বিষয়টি আগেই জানিয়ে দিয়েছেন এরদোগান।

এ ব্যাপারে তুরস্কের সাংবাদিকদের প্রেসিডেন্ট জানান, তিনি পুতিনকে বলবেন ক্রিমিয়া এবং ডনবাস প্রদেশ নিয়ে যে সমস্যা আছে সেই সমস্যা সমাধানে পুতিনকে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিকে এগিয়ে আসতে হবে।

এরদোগান আরও জানিয়েছেন, জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে পুতিনকে নতুন করে অনুরোধ করবেন তিনি।

কারণ তার বিশ্বাস পুতিন-জেলেনস্কি সরাসরি আলোচনা চলমান এ যুদ্ধ দ্রুত থামিয়ে দিতে পারবে।

এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন এরদোগান।

জেলেনস্কির সঙ্গে কথা বলার বিষয়ে এরদোগান জানান, জেলেনস্কি পুতিনের সঙ্গে আলোচনা করতে মুখিয়ে আছেন।

ইউক্রেনও চাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনা করুক।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, তারা তুরস্কের প্রতি চির কৃতজ্ঞ থাকবেন যদি প্রেসিডেন্ট এরদোগান পুতিন-জেলেনস্কির মধ্যে বৈঠকের ব্যবস্থা করে দিতে পারেন।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক