বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুতিনকে হত্যার আহ্বান জানানো নারীর ৮ বছরের কারাদণ্ড

Paris
নভেম্বর ১৪, ২০২৪ ১০:১৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার আহ্বানসহ অনলাইনে যুদ্ধবিরোধী মন্তব্য পোস্ট করার জন্য এক নারীকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মস্কোর একটি সামরিক আদালত ৪৩ বছর বয়সী ওই নারীকে এই দণ্ড দিয়েছেন।

মস্কোভিত্তিক থিয়েটারের পরিচালক এবং দুই সন্তানের মা আনাস্তাসিয়া বেরেজিনস্কায়াকে দুটি যুদ্ধকালীন সেন্সরশিপ আইনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে- রুশ সেনাবাহিনীকে অসম্মান করা ও এর সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো এবং পাশাপাশি সন্ত্রাসবাদকে ন্যায্যতা দেওয়া।
মানবাধিকার বিষয়ক প্রকল্প ওভিডি-ইনফো অনুসারে, ইউক্রেনের যুদ্ধের বিরুদ্ধে কথা বলার জন্য রাশিয়ায় এক হাজার জনেরও বেশি মানুষকে ফৌজদারি আইনে বিচার করা হয়েছে এবং প্রতিবাদ করার জন্য ২০ হাজার জনকে আটক করা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসনের পর প্রথম মাসগুলোতে বেরেজিনস্কায়া সংঘাতের বিরুদ্ধে অনলাইনে কয়েক ডজন পোস্ট করেছিলেন। এসব পোস্টে তিনি লিখেছেন, রুশ সেনাবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুতিন নিজে ইউক্রেনের জনগণের বিরুদ্ধে ‘গণহত্যা’ চালাচ্ছে।

ওই বছরের ১৪ মে তিনি ভকনটাকতে নামের একটি সামাজিক নেটওয়ার্কে তিন ডজনেরও বেশিবার পোস্ট করেছিলেন। যেগুলোতে তিনি পুতিনকে অপমান করেছিলেন এবং বলেছিলেন- পুতিন পুরুষ, নারী ও শিশুদের মৃত্যুর জন্য ব্যক্তিগতভাবে দায়ী।

এক পোস্টে বেরেজিনস্কায়া লিখেছেন, “ওই বোকা জারজ পুতিনকে গুলি কর, আমাদের আর কত বেসামরিক হত্যা সহ্য করতে হবে? তাকে পৃথিবী থেকে মুছে দাও।”

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক