শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুতিনকে আলোচনায় বসার আহ্বান ইউক্রেনের প্রেসিডেন্টের

Paris
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি সরাসরি আলোচনার আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় দুপুরের দিকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমি আরেকবার প্রেসিডেন্ট পুতিনকে আহ্বান জানাতে চাই। ইউক্রেনের সর্বত্র লড়াই চলছে। মানুষের মৃত্যু ঠেকানোর জন্য আসুন আলোচনার টেবিলে বসুন।

শুক্রবার দুপুরে রাজধানী কিয়েভজুড়ে গুলির শব্দ শোনা যায়। এ সময়ই রুশ বাহিনীর ট্যাঙ্ক প্রথমবারের মতো শহরে প্রবেশ করার ভিডিওচিত্র প্রচারিত হয়।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভের উত্তর উপকণ্ঠের বাসিন্দাদের ‘শত্রুকে ঘায়েল করতে’ আগুনে বোমা তৈরি করার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার রাতের বেলা কিয়েভ শহরে কয়েকদফা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। অন্তত একটি ফ্ল্যাটবাড়ি গোলা বা বোমায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকজন বেসামরিক লোক আহত হয়েছে। রাশিয়া এসব হামলা চালানোর কথা অস্বীকার করেছে।

রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলেছে, কিয়েভের ওপরে গুলি করা বিমানটি ইউক্রেনীয় ছিল। অন্যদিকে ইউক্রেন সরকারের দাবি, যুদ্ধবিমানটি রাশিয়ার।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত