মঙ্গলবার , ৫ এপ্রিল ২০২২ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুতিন যুদ্ধাপরাধী, বিচার হওয়া উচিত: বাইডেন

Paris
এপ্রিল ৫, ২০২২ ৮:৫১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ইউক্রেনের কিয়েভের কাছে বুচা শহরের রাস্তায় বেসামরিক লোকদের মৃতদেহের চিত্র রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দার ঝড় তুলেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে বলেছেন, এ ঘটনার জন্য তার বিচারের মুখোমুখি হওয়া উচিত।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি যুদ্ধবিধ্বস্ত বুচা সফরে গিয়ে রাশিয়ার বাহিনীকে গণহত্যা করার জন্য অভিযুক্ত করেছেন।

বিবিসি কিয়েভের কাছে বেসামরিক লোকজন হত্যার আরও প্রমাণ দেখেছে।

নতুন একটি অগভীর কবর পাওয়া গেছে, যেখানে রুশ সেনার গুলিতে নিহত চারজনকে কবর দেওয়া হয়েছে।

বিবিসির সাংবাদিকরা বুচায় একটি বাড়ির ভূগর্ভস্থ কক্ষে পাঁচজনের মৃতদেহ দেখেছেন যাদের হাত বাঁধা ছিল।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে, বেসামরিক নাগরিকদের ওপর হামলা ‘বর্বর কাজ’ এবং যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা ও ইউক্রেনের জন্য সামরিক সহায়তার পথে এগোবে।

রাশিয়ার জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল জার্মানি বলেছে, তারা রুশ জ্বালানির ওপর নিষেধাজ্ঞার জন্য ‘কাজ করছে’ কিন্তু সহসাই তা কার্যকর হবে না।

রাশিয়ার অস্বীকার
রাশিয়া বলেছে, তারা বুচাসহ কিয়েভের আশপাশের হত্যাযজ্ঞ সংক্রান্ত ‘সব অভিযোগ’ প্রত্যাখ্যান করেছে। তারা দাবি করছে, ভিডিওগুলি জাল যার পেছনে কোনো প্রমাণ নেই।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক