শুক্রবার , ১০ মার্চ ২০২৩ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুঠিয়ায় এমপি মনসুরের ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প

Paris
মার্চ ১০, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ

পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় এমপি ডাক্তার মনসুরের ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বাধন অনুষ্ঠানের আয়াজন করা হয়েছে। বর্তমান সরকারের সেবা জনগণের দড়গাড়ায় পোঁছে দেওয়ার লক্ষ্যে শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে চক্ষু রাগীদের চিকিৎসা দেওয়া হয়। পুঠিয়া পিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বাধন করেন, পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রলয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমটির সদস্য প্রফেসর ডাক্তার মনসুর রহমান।

উদ্বাধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, উপজেলা চোয়ারম্যান জিএম হিরা বাচু, উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মােহাম্মদ আনস পিএএ, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলী মােজরুই, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফারুক হাসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, উপজেলা আ’লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক খ ম শাহারিয়ার রহিম কনক, জিউপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান (ডলার), সাবেক রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এছড়াও অনুষ্ঠানে ইউনিয়ন চেয়াম্যানগনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফ্রী চক্ষু ক্যাম্পে চিকিৎসা নিতে আসা শত শত চক্ষু রাগীদের চিকিৎসা দেওয়া হয়।

সর্বশেষ - রাজশাহীর খবর