সিল্কসিটিনিউজ ডেস্ক :
পাসপোর্ট নিয়ে জটিলতা কাটছে না বলে জানিয়েছেন গুম ফেরত বিএনপি নেতা ও ব্যবসায়ী সৈয়দ সাদাত আহমেদ।
তিনি বলেন, ‘গুমের শিকার হয়ে আয়নাঘরে ছিলেন ১৩০ দিন। এরপর তাকে ছেড়ে দিয়েছে তা-ও প্রায় ৭ বছর হয়ে গেছে। কিন্তু কোনো দেশে যেতে হলে তাকে কোর্ট থেকে ট্রাভেল পাশ নিতে হয়। কেন বা কারা পাসপোর্টে নিষেধাজ্ঞা দিয়েছে তিনি জানেন না।’
বিএনপির এই নেতা বলেন, ‘এভিয়েশন ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে তাকে প্রায়ই দেশের বাইরে যেতে হয়। যখনই ইমিগ্রেশনে যান তখন তাকে হয়রানির শিকার হতে হয়। ঘণ্টার পর ঘণ্টা তাকে বসিয়ে রাখা হয়। নানা ধরনের প্রশ্ন করা হয়। একপর্যায়ে কোর্টের আদেশ কপি জাস্টিফাই করে বিদেশে যাওয়ার পারমিশন দেওয়া হয়। আবার যখন কাজ শেষ করে দেশে ফিরি তখনো একই রকম হয়রানিতে পড়তে হয়।’
সাদাত আহমেদ জানান, ‘ইমিগ্রেশনের অফিসার তাকে বলেছেন- নোটের ঘরে কোনো অভিযোগ নেই। তারপরও কেন পাসপোর্ট ব্লক তারা বিষয়টি বুঝতে পারছেন না। এই সমস্যা সমাধানের জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে বিশেষ করে এসবি, ডিবিতে গিয়েও কোনো লাভ হয়নি।’
‘আয়নাঘরের মাস্টারমাইন্ড সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে’ অভিযুক্ত করে তিনি বলেন, ‘জিয়াউল আহসানই এই কাজ করেছেন।’
সূত্র: যুগান্তর