শনিবার , ২৭ আগস্ট ২০১৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

Paris
আগস্ট ২৭, ২০১৬ ২:৩৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: বিদ্যুৎ সংকট সমাধানের দাবিতে গাড়ি ভাঙচুরের ঘটনার পর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

শনিবার সকালে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. আল নকীব চৌধুরী জানান, শনিবার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল রোববার থেকে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ৭ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয় ছুটি শুরু হওয়ার কথা ছিল। সেটিকে এগিয়ে এনে ২৮ আগস্ট থেকে ছুটি ঘোষণা করা হয়েছে।

 

বিদ্যুৎ সংকট সমস্যার সমাধানের দাবিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভাঙচুর চালিয়েছে আবাসিক হলের শিক্ষার্থীরা। এ সময় তারা তিনটি গাড়িতে অগ্নিসংযোগ ও দুটি গাড়ি ভাঙচুর করে।

 

এ ঘটনায় শনিবার সকাল ৮টার দিকে প্রশাসনিক ভবনে জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সূত্র: রাইজিংবিডি

 

সর্বশেষ - জাতীয়