রবিবার , ১৪ এপ্রিল ২০১৯ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পহেলা বৈশাখেই আত্মহত্যা করতে চেয়েছিল ইমন, বাঁচাল পুলিশ

Paris
এপ্রিল ১৪, ২০১৯ ১০:৪৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সড়ক দুর্ঘটনায় দুই হাত ভেঙে যাওয়া ইমন আহমদ (২২) আর্থিক অসচ্ছলতায় ঠিকমতো চিকিৎসাও করাতে পারছিলেন না। তাই সিদ্ধান্ত নিয়েছিল নতুন বছরের প্রথম দিনে ট্রেনে কাটা পড়ে আত্মহত্যা করবে। অবশেষে তা আর হলো না। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

রোববার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশন-সংলগ্ন কুমড়াকাপন এলাকায় সিলেট-আখাউড়া রেলপথে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন কমলগঞ্জ পৌরসভা এলাকার বাবুল মিয়ার ছেলে। তিনি একটি বাসের হেলপার ছিলেন। কিছুদিন আগে হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় তার দুই হাত ভেঙে যায়। দুই হাতে প্লাস্টার করলেও আর্থিক অসচ্ছলতার কারণে সুচিকিৎসা হচ্ছিল না তার। ধীরে ধীরে তার ভাঙা হাতে যন্ত্রণা বাড়ছিল। একপর্যায়ে তিনি আত্মহত্যার চেষ্টা চালান।

কমলগঞ্জ থানা-পুলিশ জানায়, রোববার পহেলা বৈশাখের দিন বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন খবর দেন, এক যুবক রেললাইনের ওপর শুয়ে আছেন। ওই সময় ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর পারাবত ট্রেনের জায়গাটি অতিক্রম করার কথা ছিল। স্থানীয় লোকজন রেলপথ থেকে সরে যাওয়ার কথা বললেও ইমন কারও কথাই শুনছিলেন না। এমন খবর শুনে কমলগঞ্জ থানার উপপরিদর্শক সুরুজ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ইমনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন, দুই হাত ভেঙে যাওয়ায় আর্থিক অসচ্ছলতার কারণে সুচিকিৎসা করতে পারছিলেন না। তাই তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন।

মো. আরিফুর রহমান আরও বলেন, সুচিকিৎসার জন্য ইমনকে উপজেলা প্রশাসনে মানবিক আবেদনের পরামর্শ দেয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়