শুক্রবার , ৯ নভেম্বর ২০১৮ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পর্তুগাল দলে এবারো নেই রোনালদো

Paris
নভেম্বর ৯, ২০১৮ ১১:৫৮ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সময়ের সেরা আরেক তারকা লিওনেল মেসির মতো লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার উয়েফা নেশনস লিগে পর্তুগালের আসন্ন দুই ম্যাচের দলেও নেই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোয় উরুগুয়ের কাছে হেরে ছিটকে পড়ার পর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন রোনালদো। তাবে বর্তমান ক্লাব জুভেন্টাসের হয়ে নিয়মিত সব প্রতিযোগিতায় পারফর্ম করে যাচ্ছেন তিনি।

গত জুলাইয়ে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়া রোনালদো পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ১৫৪টি ম্যাচ খেলে করেছেন ৮৫ গোল। গুরুত্বপূর্ণ অবদান রাখেন ২০১৬ সালের ইউরো জয়ে।

উয়েফা নেশনস লিগে আগামী ১৭ নভেম্বর স্বাগতিক ইতালির বিপক্ষে খেলবে পর্তুগাল। এর তিন দিন পর ঘরের মাঠে তারা পোল্যান্ডের মুখোমুখি হবে। গুরুত্বপূর্ণ ওই দুই ম্যাচের জন্য ডিফেন্ডার জোসে ফন্তে ও রাফায়েল গেরেইরো এবং দুই মিডফিল্ডার আন্দ্রে গোমেস ও জোয়াও মারিওকে দলে ফিরিয়েছেন কোচ ফের্নান্দো সান্তোস।

সর্বশেষ - খেলা