রবিবার , ২৮ অক্টোবর ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পরিবহন ধর্মঘটের রাজশাহীতে নাগরিক দুর্ভোগ

Paris
অক্টোবর ২৮, ২০১৮ ২:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৮ দফা দাবিতে ধর্মঘটে নাগরিক দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ধর্মঘটের কারণে আজ সকালে রাজশাহী থেকে কোনও দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে না। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

এই ধর্মঘটের সমর্থনে রাজশাহী বাস স্টান্ড ও নওদাপাড়া এলাকায় অটোররিক্সা চালকের সঙ্গে ধাক্কাধাকির ঘটনা ঘটে পরিবহন শ্রমিকদের। অন্যদিকে বাস বন্ধ থাকায় যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে অটোররিক্সা চালকরা বলে অভিযোগ উঠছে।

সরেজমিনে নগরীর বাস স্টান্ডে গিয়ে দেখা গেছে, সেখান থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন বাসের কাউন্টারগুলো পর্যন্ত বন্ধ। অনেক যাত্রী এসে বাস ধর্মঘটের কারণে ফিরে গেছেন।

মমতাজ নামে এক শিক্ষার্থী জানান, জরুরি প্রয়োজনে তিনি বাসায় এসেছিলেন। কিন্তু কাল সোমবার তার বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকায় বাস ধর্মঘটের কারণে তিনি যেতে পারছেন না। একই কথা জানান নগরীর লালবাগের শাহ আলম। তিনি ২ দিনের ছুটিতে বাসায় এসেছিলেন কাল। ধর্মঘটের কারণে তার যাওয়া হচ্ছে না।

 

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর