বুধবার , ৯ ডিসেম্বর ২০২০ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বিরোধী দল

Paris
ডিসেম্বর ৯, ২০২০ ৮:৫০ অপরাহ্ণ

পাকিস্তানের জাতীয় সংসদে ১১ দলের সমন্বয়ে গঠিত বিরোধী জোটের সদস্যরা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। গত সেপ্টেম্বরে গঠিত পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট নামের এ জোট প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করাকে প্রাথমিক লক্ষ্য হিসেবে ঠিক করেছে।

এ বিষয়ে মঙ্গলবার নিজ বাসভবনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, সরকার যখনই বিরোধী দলের সঙ্গে আলোচনার চেষ্টা করেছে, তাদের কারণেই তা কখনো সম্ভব হয়নি। আমি যে কোনো বিষয়ে তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছি কিন্তু এনআরও দিতে রাজি নই।  ১১ দলের সমন্বয়ে গঠিত বিরোধী জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) এর সংসদ সদস্যরা কেন্দ্রীয় এবং প্রাদেশিক সংসদ থেকে পদত্যাগের জন্য বৈঠক করার পর ইমরান খান এ বিবৃতি দেন।

বিরোধী দলীয় জোট প্রধানমন্ত্রী ইমরানের পদত্যাগ দাবি করে এবং সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানায়।

প্রসঙ্গত, এনআরও হচ্ছে ন্যাশনাল রিকনসিলিয়েশন অর্ডিন্যান্স, যা ২০০৭ সালে পাশ করেছিলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। এ অধ্যাদেশ অনুযায়ী, তখন দুর্নীতি ও অর্থপাচার অভিযোগে অভিযুক্ত রাজনীতিক, রাজনৈতিক কর্মী এবং আমলাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক