সিল্কসিটিনিউজ ডেস্ক:
নেদারল্যান্ডের রাজধানী অ্যামাস্টারড্যামের অবস্থিত তুর্কি দূতাবাসে ককটেল বোমা হামলার ঘটনা ঘটেছে। নেদারল্যান্ড পুলিশ ও সেখানকার তুর্কি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে তুরস্কের সরকারি গণমাধ্যম আনাদলু এজেন্সি।
খবরে বলা হয়েছে, শনিবার রাতে তুর্কি কনস্যুলেটের কার্যালয়ে হামলা করা হয়। এক ব্যক্তি পরপর তিনটি ককটেল বোমা নিক্ষেপ করে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
তুর্কি কাউন্সিল জেনারেল টোলগা অর্কুন আনাদলু এজেন্সিকে বলেন, অজ্ঞাত কেউ কার্যালয়ের মধ্যে তিনটি মলোতভ ককটেল নিক্ষেপ করে। কিন্তু ককটেলগুলো বিস্ফোরণ হয়নি। সে কারণে তেমন কোনো ক্ষতি হয়নি।