শুক্রবার , ৯ সেপ্টেম্বর ২০১৬ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে’

Paris
সেপ্টেম্বর ৯, ২০১৬ ৫:৩৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপিকে দমন করার চক্রান্তের অংশ হিসেবে দলটির নেতা-কর্মীদের মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

 

শাহবাগ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. হান্নানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন বিএনপির মহাসচিব।

 

মির্জা ফখরুল বলেন, ‘মো. হান্নানকে গ্রেপ্তার বিরোধী দলের নেতা-কমীদের ঘায়েল করতে বর্তমান সরকারের ধারাবাহিক জুলুম নির্যাতন ছাড়া আর কিছুই নয়।’

 

বিএনপি মহাসচিব অবিলম্বে হান্নানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

 

অনুরূপ এক বিবৃতিতে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল শাহবাগ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. হান্নানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সূত্র:রাইজিংবিডি

সর্বশেষ - রাজনীতি