বৃহস্পতিবার , ১৮ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নিলামে ‘তাহসান’ টি-শার্ট

Paris
আগস্ট ১৮, ২০১৬ ১:২৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লাকী আখান্দ, প্রিয় শিল্পীর জন্য অন্যরকম এক ভালোলাগার কথা বলছিলেন তাহসান।
তার ভাষ্য, ‘‘মঞ্চে আমার প্রথম গান ছিল ‘আবার এলো যে সন্ধ্যা’। এ গানটির স্রষ্টা (সুরকার-সংগীত পরিচালক) তিনি। আর ছোটবেলায় তো তার মতো শিল্পীদের গান শুনেই গিটার হাতে নিয়েছি। আজও হয়তো তার গান গাইব।’’
মঙ্গলবার সন্ধ্যায় টিএসসিতে ‘ট্রিবিউট টু স্যার লাকী আখান্দ’ চ্যারাটি কনসার্টে গাইবার আগে কথাগুলো বলছিলেন তিনি।
শুধু তাই নয়, ‘তাহসান’ নাম লেখা দুটি টি-শার্ট নিলামে তোলা হচ্ছে। যেখানে থাকছে তাহসানের অটোগ্রাফ।
এটিও করা হচ্ছে বরেণ্য শিল্পী লাকী আখান্দের ক্যানসারের চিকিৎসার জন্য তহবিল গঠন করতে।
নিলামে একেকটি টি-শার্টের প্রাথমিক মূল্য রাখা হয়েছে পাঁচ হাজার টাকা। এখান থেকে সর্বোচ্চ দরকারী টি-শার্টগুলো কিনতে পারবেন।

‘ট্রিবিউট টু স্যার লাকী আখান্দ’ নামে মঙ্গলবার থেকে কনসার্ট করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। তাদের সঙ্গে যুক্ত হয়েছে দেশের বেশ কয়েকটি ব্যান্ড। মঙ্গলবার সন্ধ্যায় সংগীত পরিবেশন করেছে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ডও।
কনসার্টের সমন্বয়কারী আব্দুল্লাহ আল ইমরান জানান, টি-শার্ট নিলামে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে লাকী আখান্দের চিকিৎসা সহায়তার জন্য।

এটি থেকে প্রাপ্ত অর্থ ‘ট্রিবিউট টু স্যার লাকী আখান্দ’-এ যোগ হবে। তাদের ফেসবুক অফিশিয়াল পেজে নিলামের কার্যক্রম চলবে।

এদিকে, আজ (বুধবার) ‘ট্রিবিউট টু স্যার লাকী আখান্দ’ কনসার্টের দ্বিতীয় ও শেষ দিন। টিএসটি মিলনায়তনের এ কনসার্টে গাইবে এভয়েড রাফা, ওয়ারসাইট, অর্জন, নিউ সোনার বাংলা সার্কাস, ওল্ড স্কুল, চাতক, আপেক্ষিক, অর্ব অব উইন্টার, অ্যাক্রিড, অজ্ঞাতনামা, নীলনকশা, অসৃক, ঢাকা ১২০৭, রোদ, ইকুয়েশন, রেডিয়েশন ব্যান্ড। .টি-শার্টে স্বাক্ষর করছেন তাহসানসূত্র :বাংলা ট্রিবিউন

সর্বশেষ - বিনোদন