শুক্রবার , ২১ অক্টোবর ২০১৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নির্বাচন নিয়ে ট্রাম্পের বক্তব্য ‘বিপজ্জনক’

Paris
অক্টোবর ২১, ২০১৬ ৯:৫২ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, নির্বাচনের ফল মেনে না নেওয়ার ব্যাপারে ট্রাম্প যে আভাস দিয়েছেন, তা ‘বিপজ্জনক’।

 

স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে ডেমোক্রেটিক প্রার্থীর প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে এক প্রচার সমাবেশে ওবামা এ মন্তব্য করেন।

 

আগামী ৮ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে বুধবার রাতে তৃতীয় ও শেষ বিতর্কে ট্রাম্প ফল মেনে না নেওয়ার আভাস দিয়েছিলেন। নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে অবস্থিত নেভাদা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ওই বিতর্কে সঞ্চালক ক্রিস ওয়ালেস ট্রাম্প নির্বাচনের ফল মেনে নেবেন কি না, সে বিষয়ে জিজ্ঞাসা করেন। সে সময় ট্রাম্প ফল না মানার আভাস দেন।

 

এর কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার এক সমাবেশে ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বলেন, নির্বাচনে জিতলেই কেবল ফল মেনে নেবেন তিনি।

 

একই বক্তব্যে ট্রাম্প বলেন, নির্বাচন স্বচ্ছ হলে তিনি মেনে নেবেন। তবে এতে কোনো ধরনের সন্দেহ হলে আইনি লড়াইয়ে যাবেন।

 

ট্রাম্পের ওই বক্তব্যের কয়েক ঘণ্টা পর ওবামা বলেন, ট্রাম্পের বক্তব্যে যুক্তরাষ্ট্রের নির্বাচনব্যবস্থা নিয়ে জনগণের মনে সন্দেহের উদ্রেক হবে। এটা যুক্তরাষ্ট্রের শত্রুদের সুবিধা দেবে।

 

কয়েক দিন ধরে নির্বাচন সুষ্ঠু না হওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, হিলারির প্রচার দল ও কিছু গণমাধ্যম ফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করতে পারে।

সূত্র: এনটিভি

সর্বশেষ - আন্তর্জাতিক