শুক্রবার , ১২ অক্টোবর ২০১৮ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নির্ধারিত সময়ে ফিলিস্তিন ০-০ তাজিকিস্তান

Paris
অক্টোবর ১২, ২০১৮ ৭:৫৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্বাগতিক বাংলাদেশ দলকে সেমিফাইনালে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে যায় ফিলিস্তিন। বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে তাজিকিস্তানের বিপক্ষে খেলছে ফিলিস্তিন ফুটবল দল।

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে দু’দল। কিন্তু নির্ধারিত সময়ের খেলা শেষে ফিলিস্তিন ০-০ তাজিকিস্তান।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোল্ডকাপের ফাইনাল ম্যাচটি শুরু হয়। বিটিভি, মাছরাঙা টেলিভিশন ও নাগরিক টিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে। ফাইনাল ম্যাচ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেবেন।

এএফসি চ্যালেঞ্জ কাপ ও আমন্ত্রিত একটি টুর্নামেন্ট জেতার রেকর্ড রয়েছে ফিলিস্তিনের। বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন হলে এটা হবে তাদের তৃতীয় আন্তর্জাতিক ট্রফি।

ফাইনালে খেলার আগের দিন ফিলিস্তিন কোচ নুরউদ্দিন বলেন, ‘ছেলেরা ফিলিস্তিনের জনগণের জন্য খেলবে। ট্রফি জিততে পারলে সেটি তাদের আনন্দের উপলক্ষ হবে।’

প্রতিপক্ষ দল নিয়ে ফিলিস্তিনের এই কোচ বলেন, ‘তারা অবশ্যই আমাদের খেলোয়াড়দের চেয়ে খানিকটা উদ্দীপ্ত থাকবে। ২৪ ঘণ্টা বেশি বিশ্রাম পাওয়া অবশ্যই বাড়তি সুবিধা। ’

দু’দল একই গ্রুপে ছিল। গ্রুপ ম্যাচে ২-০ গোলে জিতেছিল ফিলিস্তিন। তবে গ্রুপ ম্যাচ ও ফাইনাল আলাদা বলে মনে করেন তাজিকিস্তানের কোচ তুখনায়েভ আলিশের। তার কথায়, ‘ফিলিস্তিন ভালো দল। ভালো খেলেই প্রথম ম্যাচে জিতেছে। আমাদেরও ম্যাচ জেতার সামর্থ্য রয়েছে। আশা করি ফাইনালে আমরা জিতব।’

টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত ফিলিস্তিন। ফাইনালেও সেই ধারা ধরে রাখতে চান কোচ নুরউদ্দিন, ‘আমরা এসেছি এশিয়া কাপের প্রস্তুতি নিতে। ফাইনালে জিতে ট্রফি স্পর্শ করতে চাই। বাংলাদেশকেহারিয়ে তারা ফাইনালে উঠলেও স্বাগতিকদের সমর্থন ফিলিস্তিনই পাবে। এমন ধারণা ফিলিস্তিন কোচের। তার কথায়, ‘বাংলাদেশ ম্যাচ বাদ দিলে অন্য সব ম্যাচে আমরা ভালো সমর্থন পেয়েছি। আশা করি, ফাইনালেও সমর্থন পাব।’

 

সর্বশেষ - খেলা

আপনার জন্য নির্বাচিত