বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নিরাপত্তার স্বার্থেই সাকিবকে দেশে আসতে নিরুৎসাহিত করেছে সরকার

Paris
অক্টোবর ১৭, ২০২৪ ১০:২৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সাকিব আল হাসানকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। সাকিব দেশে আসতে যুক্তরাষ্ট্র ছেড়েছিলেন। কিন্তু দুবাই পৌঁছাতে পারলেও আর ফেরা হচ্ছে না তার। ফিরে যাচ্ছেন সম্ভবত যুক্তরাষ্ট্রেই। সাকিব জানিয়েছেন, নিরাপত্তার শঙ্কা থাকায় দেশে ফিরছেন না। সাবেক অধিনায়কের কাছ থেকে বিস্তারিত জানা না গেলেও ক্রিকেট বোর্ড ও সরকারের তরফ থেকেও কোন ব্যাখ্যা পাওয়া যায়নি। অবশেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাকিবকে দেশে না আসার পরামর্শ দেওয়া হয়েছে।’

ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘আমি নিজেও চেয়েছি সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে অবসর নিক। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তবে, প্রথম দিকেই বলেছি সাকিব আল হাসানের আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে জনমনে ক্ষোভ রয়েছে, যা স্বাভাবিক। রাজনৈতিক অবস্থান স্পষ্ট করাসহ জনমনের ক্ষোভ নিরসনে তিনি ফেসবুক পোস্ট দিলেও সাম্প্রতিক প্রতিবাদে প্রতীয়মান হয়েছে যে তা যথেষ্ট ছিল না। যারা প্রতিবাদ করছেন তাদেরও তা করার সাংবিধানিক অধিকার রয়েছে।’

ক্রীড়া উপদেষ্টা আরও বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার সিরিজে কোনও প্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই আপাতত দেশে খেলতে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করে বিসিবিকে পরামর্শ দিতে হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষার আশু ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে সকলেরই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে মনে করি। কোনও অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ার আশ্রয় নিয়েই তার সমাধান খোঁজা যেতে পারে।’

খেলার পাশাপাশি সাকিব আল হাসান জড়িয়ে পড়েছিলেন রাজনীতিতে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। যার কারণে সাকিবের দেশে ফেরা নিয়ে তৈরি হয় শঙ্কা। জন্ম দেয় নানা প্রশ্নের। তারপরও সব কিছু তৈরিই ছিল। সাকিবকে রেখেই প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল।

এদিকে, মিরপুরের ছাত্র-জনতা সাকিবকে জাতীয় দলে দেখতে চান না বলে বিক্ষোভ করেছেন। বিসিবিতে স্মারকলিপি প্রদান করে এসে আল মাসনুর নামের এক সমন্বয়ক জানিয়েছেন, সাকিবকে বাদ দেওয়ার জন্য স্মারকলিপি দিয়েছেন তারা। বোর্ড সভাপতি না থাকায় বিসিবির নিরাপত্তা প্রধান মেজর হাসিবের কাছে স্মারকলিপি দিয়েছেন। যদি সাকিবকে দল থেকে বাদ দেওয়া না হয়, সেক্ষেত্রে মিরপুর ব্লকেডের হুমকি দিয়েছেন তারা।

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - খেলা