শুক্রবার , ২৬ মার্চ ২০২১ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নিখোঁজ মামলায় অনীহা, ইমরান প্রশাসনের নিন্দা করল পাকিস্তানের আদালত

Paris
মার্চ ২৬, ২০২১ ১:২৯ অপরাহ্ণ

নিখোঁজ হওয়া ব্যক্তিদের মামলার ব্যাপারে কোনো ধরনের আগ্রহ না দেখানোর জেরে ইমরান খান প্রশাসনের নিন্দা করেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের হাইকোর্ট। সেই সঙ্গে বলপূর্বক গুম করে দেওয়ার ব্যাপারে এতোদিন পর্যন্ত কোনো আইন না থাকারও সমালোচনা করা হয়েছে।

দু’জন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চের প্রধান বিচারক মুহাম্মদ করিম খান আঘা বলেছেন, আমরা লক্ষ করেছি যে, ফেডারেল সরকার নিখোঁজ ব্যক্তিদের নিয়ে তামাশা করছে এবং তাদের খুঁজে বের করার ব্যাপারে মায়াকান্না দেখাচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট সচিবদের আচরণ থেকে স্পষ্ট হয়েছে, এটি কেবল দেখানোর জন্য এবং নিখোঁজদের উদ্ধারে কোনো প্রায়োগিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

আদালত সাফ জানিয়ে দিয়েছে, এটা অত্যন্ত উদ্বেগের যে, বলপূর্বক নিখোঁজদের ঘটনায় জড়িতদের অপরাধের বিচারের জন্য কোনো আইন পাস করা হয়নি।

জানা গেছে, নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রগুলো থেকে তথ্য সংগ্রহ করে ২০ এপ্রিল পরবর্তী শুনানির আগে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার ব্যাপারে ফেডারেল সরকারকে শেষ সুযোগ দিয়েছে বিচারকদের বেঞ্চ।

 

সুত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক