সোমবার , ৩ জানুয়ারি ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নিউজিল্যান্ডে গড়া একটি রেকর্ড ভেঙে দিলেন মুমিনুলরা

Paris
জানুয়ারি ৩, ২০২২ ৫:০২ অপরাহ্ণ

বাংলাদেশের বলা যায় তরুণ একটি দল টেস্ট খেলতে গেলো নিউজিল্যান্ডে। যার গড় বয়স ২২ থেকে ২৬ এর মধ্যে। কিন্তু মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে যে দুর্দান্ত খেলা দেখাচ্ছে বাংলাদেশ, তা রীতিমতো বিস্ময়কর। টেস্টের তৃতীয় দিন পার হয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় দিন পুরোটাই ছিল বাংলাদেশের দখলে। কি বোলিং! কি ব্যাটিং- অসাধারণ লড়াই করছে বাংলাদেশ।

তৃতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ৪০১। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে এগিয়ে ৭৩ রানে। স্কোরবোর্ডে ৪০১ রান তুলতে বাংলাদেশ খেলেছে ১৫৬ ওভার। এর মধ্য দিয়েই নিউজিল্যান্ডের মাটিতে গড়া একটি রেকর্ড ভেঙে দিলো মুমিনুল হকের দল।

এশিয়ার বাইরে বাংলাদেশের সবচেয়ে লম্বা ইনিংসের রেকর্ডও গড়া হয়েছিল নিউজিল্যান্ডের মাটিতে। ২০১৭ সালে ওয়েলিংটনে বাংলাদেশ খেলেছিল ১৫৩ ওভারের ইনিংস। ওটাই ছিল এশিয়ার বাইরে বাংলাদেশের সবচেয়ে লম্বা ইনিংসের রেকর্ড।

এবার মুমিনুল হকের দল এরই মধ্যে খেলে ফেলেছে ১৫৬ ওভার। চতুর্থ দিন সকালে আরও কত ওভার খেলতে পারে, দেখা যাক। তবে নিশ্চিত এশিয়ার বাইরে লম্বা ইনিংসের রেকর্ডটাকে বাড়াতেই থাকবে শুধু বাংলাদেশ।

তবে নিশ্চিত এশিয়ায় খেলা সবচেয়ে লম্বা ইনিংসকে হয়তো ছাড়িয়ে যেতে পারবে না এবার মুমিনুলরা। কারণ ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে খেলেছিল ১৯৬ ওভার। রান করেছিল সেবার ৬৩৮। এছাড়া ২০১৮ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ খেলেছিল ১৬০ ওভারের ইনিংস। করেছিল ৫২২ রান।

নিউজিল্যান্ডের বিপক্ষে এটা তৃতীয় সেরা দীর্ঘতম ইনিংস বাংলাদেশের। ২০১৭ সালে যে ইনিংসে ১৫২ ওভার খেলেছিল টাইগাররা, ওই ম্যাচে বাংলাদেশ করেছিল ৫৯৫ রান। সাকিব আল হাসান খেলেছিলেন ২১৭ রানের ইনিংস। তবুও ওই ম্যাচে ৭ উইকেটে হারতে হয়েছিল টাইগারদের।

এই ম্যাচে তো এরই মধ্যে ৭৩ রানের লিড হয়েছে। নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করে বাংলাদেশ এরই মধ্যে ৬ উইকেট হারিয়েছে করেছে ৪০১ রান। চতুর্থ দিন সকালে এই লিডটাকে আর কত বাড়াতে পারে মিরাজ-ইয়াসির আলি রাব্বিরা, সেটাই দেখার বিষয়। লিডটা বড় হলে ভালো কোনো ফল আসার আশাও করা যায়।

এশিয়ার বাইরে বাংলাদেশের লম্বা ইনিংস

রান ওভার রান রেট লিড ইনিংস ফল প্রতিপক্ষ  ভেন্যু সাল
৪০১/৬ ১৫৬.০ ২.৫৭ ৭৩ নিউজিল্যান্ড মাউন্ট মঙ্গানুই ২০২২
৫৯৫/৮ ডি. ১৫২.০ ৩.৯১ ৫৯৫ হার নিউজিল্যান্ড ওয়েলিংটন ২০১৭
৪১৬ ১৩৫.৩ ৩.০৭ ৪১৬ ড্র ওয়েস্ট ইন্ডিজ গ্রস আইলেট ২০০৪
৪৬৮ ১২৬.০ ৩.৭১ ৪৬৮ জয় জিম্বাবুয়ে হারারে ২০২১
২৫৪ ১২০.৫ ২.১০ ২৫৪ হার জিম্বাবুয়ে হারারে ২০০১

সূত্রঃ জাগো নিউজ 

সর্বশেষ - খেলা