শুক্রবার , ৫ অক্টোবর ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নাশকতা মামলায় রাবির তিন শিক্ষার্থী কারাগারে

Paris
অক্টোবর ৫, ২০১৮ ৭:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, রাবি:

নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার দুপুরে রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, আহসান হাবিব, জনান হোসাইন ও তৌহিদুর রহমান। তারা তিনজনই বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাদের স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছে।

এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকার ধরমপুর থেকে নাশকতা মামলায় তাদেরকে আটক করা হয়।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগে সরকার বিরোধী কর্মকাণ্ডের মামলা ছিলো। তারা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। আগামী নির্বাচনে নাশকতা করার জন্য তারা গোপন বৈঠক করছিলো। সংবাদ পেয়ে আমরা তাদের গ্রেপ্তার করি। জানতে চাইলে মতিহার থানার ডিউটি অফিসার রেজাউল করীম বলেন, আজ দুপুরে আটককৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর