বুধবার , ১৩ সেপ্টেম্বর ২০১৭ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নাটোরে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: ধর্ষককে গ্রেফতারের দাবি

Paris
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ৩:০২ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষক এরশাদ আলী ভাদুকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার জামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জামনগর বাজারে গিয়ে শেষ হয়। পরে তারা সেখানে একটি মানববন্ধন কর্মসুচি পালন করে।

মানবন্ধনে বক্তব্য দেন, ধর্ষিতার বাবা রুবেল হোসেন, বিদ্যালয়ের শিক্ষক মোহম্মদ দুলু, হাসিনা বানুসহ অন্যান্যরা।

এসময় তারা বলেন গত ৯ আগস্ট প্রতিবেশী এরশাদ আলী ভাদু স্কুলছাত্রীকে তার ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় পর দিন শিশুটির বাবা বাদী হয়ে এরশাদ আলী ভাদুকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু এক মাস পেড়িয়ে গেলেও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। দ্রুত ধর্ষককে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

 

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর