বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২০ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নাটোরে নিজ বাড়িতে গৃহবধূকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২০ ২:০১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নাটোরের গুরুদাসপুর উপজেলায় নিজ বাড়িতে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার পৌরসভার পাড় এলাকায় গুরুদাসপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মনোয়ারা বেগম (৬২)। তাঁর স্বামী অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হাতেম আলী।

তাঁদের দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে মনজুর আলম পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ছোট ছেলে মোরশেদুল হাসান প্রকৌশলী ও মেয়ে মিনু খাতুন সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চাকরি করছেন।

গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আনারুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রতিবেশী সূত্রে জানা যায়, সকালে হাতেম আলী বাড়ির পাশের একটি মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান। মনোয়ারা বেগমও নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় অজ্ঞাত দুর্বৃত্ত ঘরে ঢুকে মনোয়ারা বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা চালান। ধস্তাধস্তির একপর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয় তাঁকে। ঘটনার কিছুক্ষণ পর গোঙানির শব্দ পান প্রতিবেশীরা। ঘরে ঢুকে মনোয়ারা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

সর্বশেষ - রাজশাহীর খবর