মঙ্গলবার , ১ আগস্ট ২০১৭ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নাটোরে অস্ত্র রাখার অপরাধে ১০ বছর কারাদণ্ড

Paris
আগস্ট ১, ২০১৭ ৭:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,নাটোর:
অবৈধ পিস্তল রাখার অপরাধে নাটোরের বিশেষট্রাইবুন্যাল-৩ মঙ্গলবার দুপুরে এক তরুণকে ১০বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্তআসামীর নাম সুইট আলী(৩২)।তিনি নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সবুরপাড়াগ্রামের তফিল আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, আসামী সুইট আলীর বিরুদ্ধে একটি পাকিস্থানী তৈরী পিস্তল রাখার অভিযোগ   ছিল। লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ২০১৫ সালের ২৪ আগষ্ট তাঁর শয়ন ঘরের বিছানার তোষকের নিচ থেকে একটি পিস্তল উদ্ধার করেন এবং ওই দিনই তিনি বাদি হয়ে লালপুর থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেন।
লালপুর থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক তদন্ত করে আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। নয়জন সাক্ষী আদালতে সাক্ষী প্রদান করেন। সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার দুপুরে ট্রাইবুন্যালের বিচারক মো.নুরুজ্জামান সরকার আসামীর বিরুদ্ধে ১০বছর কারাদণ্ডাদেশ দেন। পরে আসামীকে নাটোর কারাগারে পাঠানো হয়।
আসামী পক্ষের আইনজীবী শহিদুল ইসলাম জানান, তিনি রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন।
আদালতের সহকারি সরকারি কৌঁসুলি সামসুন্নাহার রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় যথার্থ হয়েছে।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর