বৃহস্পতিবার , ২৬ আগস্ট ২০২১ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নাকের দু’পাশে চশমার দাগ দূর করতে যা করবেন

Paris
আগস্ট ২৬, ২০২১ ৯:২৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কেউ চশমা পরেন চোখে স্পষ্ট দেখার জন্য, কেউ আবার ফ্যাশনের খাতিরে পরেন। তবে নিয়মিত চশমা পরলে নাকের দু’পাশে দাগ পড়ে যায়। দীর্ঘদিন চশমা পরার কারণে একসময় এই দাগ আরও গাঢ় হয়ে চিরস্থায়ী হতে পারে।

তাই প্রাথমিক অবস্থায় এই দাগ দূর করা জরুরি। তবে কীভাবে দূর করবেন এই দাগ? প্রাকৃতিক উপাদান দিয়েই এই দাগ দূর করা যায়। জেনে নিন উপায়-

লেবু ও মধুর মিশ্রণ মিশিয়ে ব্যবহার করতে পারেন চশমার দাগ। লেবুর রসে প্রাকৃতিক ব্লিচ উপাদান থাকে। যা যেকোনো দাগ তুলতে পারে।

 

এজন্য এক চা চামচ লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে নিন। মধু ত্বককে আর্দ্র রাখে। নিয়মিত এই মিশ্রণ ব্যবহারে দাগ দূর হবে।

কমলালেবুর খোসা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কমলালেবুর খোসা গুঁড়ো করে তার সঙ্গে দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন।

 

এরপর তা নাকের দু’পাশে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। চশমার দাগ চলে যাবে। ত্বকও ভালো থাকবে।

অ্যালোভেরা জেল যেকোনো দাগ দূর করতে পারে। এজন্য অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে নিন। সেটি আঙুলে করে নিয়ে নাকে চশমার দাগের উপর লাগান।

 

এরপর কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত অ্যালোভেরা ব্যবহারে আস্তে আস্তে দাগ উঠে যাবে। আপনার ত্বকও ভালো থাকবে।

শসার রস ব্যবহারেও দাগ দূর করতে পারেন। এজন্য শসার রস নাকের দু’পাশে লাগিয়ে রাখুন। শসার টুকরোও ব্যবহার করতে পারেন। নিয়মিত করলে ফল পাবেন আপনিই।

 

আলুর রসেও প্রাকৃতিক ব্লিচ উপাদান আছে। ত্বকের যেকোনো দাগ দূর করতে পারে আলুর রস। এজন্য আলু কুচি করে কেটে বেটে নিন।

আঙুলে করে আলুর রস নাকের দু’পাশের দাগের উপর লাগান। ১০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন আলুর রস লাগালেই ত্বকের বিভিন্ন দাগছোপ দূর হয়ে যাবে।

সূত্র: জাগো নিউজ

স/জে

সর্বশেষ - লাইফ স্টাইল