সোমবার , ১৭ অক্টোবর ২০২২ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নাইজেরিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০

Paris
অক্টোবর ১৭, ২০২২ ১২:৪৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

নাইজেরিয়ায় এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ৬০৩ জনেরও বেশি লোক মারা গেছে বলে জানা গেছে। রবিবার নাইজেরিয়ার মন্ত্রী সাদিয়া উমর ফারুক এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, গত সপ্তাহে মৃতের সংখ্যা ছিল ৫০০। কিন্তু কিছু রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় মৃতের সংখ্যা বেড়েছে।

টুইটারে প্রকাশিত নাইজেরিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, বন্যার কারণে ১৩ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

নাইজেরিয়ার মন্ত্রী উমর ফারুক আরও জানিয়েছেন, বন্যায় ৮২,০০০ এরও বেশি বাড়িঘর এবং প্রায় ১ লাখ ১০ হাজার হেক্টর কৃষিজমি ধ্বংস হয়েছে।

নাইজেরিয়ার চাল উৎপাদনকারীরা সতর্ক করে বলেছেন, বন্যার কারণে খাদ্যপণ্যের দাম বেড়ে যেতে পারে। নাইজেরিয়ায় চাল আমদানি নিষিদ্ধ। স্থানীয়ভাবে উৎপাদনে উৎসাহ দিতে চাল আমদানি করে না দেশটির সরকার।

এএফপি জানিয়েছে, ২০১২ সালে নাইজেরিয়ায় বন্যায় ৩৬৩ জন প্রাণ হারিয়েছিল। বাস্তুচ্যুত হয়েছিল ২১ লাখ মানুষ।

 

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক