সোমবার , ১৭ জানুয়ারি ২০২২ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

না খেতে পেয়ে সাবেক আফগান সেনাসদস্যের আত্মহত্যা

Paris
জানুয়ারি ১৭, ২০২২ ৭:৩৩ অপরাহ্ণ

আশরাফ গনিকে হটিয়ে গত বছর আফগানিস্তানের পুর্ণ ক্ষমতা দখল করে তালেবান। আমেরিকার সমর্থিত সরকারের পতন ঘটার পর সেনাবাহিনী, পুলিশ ও সরকারী কর্মকর্তারা পালিয়ে যান।

এর ফলে সাবেক সরকারের অধীনে কাজ করা সামরিক বাহিনীর অনেক সদস্য বেকার হয়ে যান। তালেবানের ভয়ে পালিয়ে থাকা ও বেকার হয়ে যাওয়া হায়াত গুল নামে সেনাবাহিনীর সাবেক এক সদস্য আত্মহত্যা করেছেন।

গণমাধ্যম তোলো নিউজ সোমবার জানিয়েছে, ২০ দিন আগে খোস্ট প্রদেশে হায়াত গুল আত্মহত্যা করেন। তার সাতজন ছেলে-মেয়ে ছিল।

হায়াত গুলের মেয়ে নাসিব নুর জানান, সকালে বিছানায় শুয়ে ছিলেন তার বাবা। সকাল ১০টার দিকে তাকে বাইরে যেতে বলেন হায়াত গুল। এরপর ঘরের মধ্যেই তিনি বিষ্ফোরণ ঘটান।

চাকরি হারানো সাবেক সেনা সদস্যদের মধ্যে অনেকেই আর্থিক সংকটে ভুগছেন। কারণ তাদের সব ধরনের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। তার ওপর তালেবান সদস্যদের হাতে নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কায় থাকতে হয় তাদের।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক