বুধবার , ৭ ডিসেম্বর ২০২২ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, নিরাপত্তা জোরদার

Paris
ডিসেম্বর ৭, ২০২২ ১:০৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির ঢাকায় আগামী ১০ ডিসেম্বর সমাবেশের স্থান নিয়ে সংকটের সমাধান হয়নি। দলটি নয়াপল্টনের বিকল্প হিসেবে আরামবাগ মোড় ব্যবহারের অনুমতি চাইলেও তাতে সম্মতি দেয়নি পুলিশ। তবে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ বুধবার (৭ ডিসেম্বর) সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েক প্লাটুন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এ সময় তাদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

নয়াপল্টন কার্যালয়ে প্রবেশের দুই পাশে ফকিরাপুল ও নাইটেঙ্গেল মোড়ে রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ, সাজোয়া যান, জলকামান। পুলিশের মতিঝিল জোনের ডিসি হায়াতুল ইসলাম খান বলেছেন, বিএনপিকে সমাবেশ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে অনুমোদন দিয়েছে ডিএমপি। সেখানেই তাদের সমাবেশ করতে হবে। অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের অবস্থানে কঠোর থাকবে।

বিকল্প স্থানে সমাবেশ করার বিষয়ে আলোচনা চলছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা সেই ধরনের কোনো নির্দেশনা পাইনি। নতুন কোনো স্থান না পাওয়া পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে তাদের সমাবেশ করতে হবে। সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যত সহযোগিতা দেওয়ার আমরা দেব। সূত্র: কালের কণ্ঠ

 

সর্বশেষ - জাতীয়