রবিবার , ২৪ জুন ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নয়ানজুলিতে ভ্যান, জখম একাধিক পুলিশ কর্মী

Paris
জুন ২৪, ২০১৮ ১:৫৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার পথে জলপাইগুড়ি রাজগঞ্জ-এর ফাটাপুকুর এলাকায় দুর্ঘটনার কবলে পুলিশের ভ্যান। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় গাড়িটি। জখম তিনজন পুলিশকর্মী। তাঁদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক৷ পুরুলিয়া থেকে তাঁরা ট্রেনিং সেরে ফিরছিলেন৷

রবিবার সকালে ফাটাপুকুর এলাকায় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের দুর্ঘটনাটি ঘটে। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির দিকে পুলিশের ভ্যানটি যাচ্ছিল৷ গাড়িতে বেশ কয়েকজন পুলিশ কর্মীও ছিলেন৷ রাস্তায় পাশে থাকা ডিভাইডারে ধাক্কা মেরে নয়ানজুলিতে পুলিশের ভ্যানটি উল্টে যায়৷

ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। গাড়ির মধ্যে আটকে থাকা পুলিশকর্মীদের উদ্ধারের চেষ্টা করেন৷ আহত হন বেশ কয়েকজন পুলিশ। গাড়ির দরজা কেটে পুলিশকর্মীদের উদ্ধার করা হয়৷ গুরুত্বর আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ। তাঁদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে যান পুলিশের পদস্থ আধিকারিকরা৷

 

সর্বশেষ - আন্তর্জাতিক