বৃহস্পতিবার , ২১ জুলাই ২০১৬ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নবরুপ মিষ্টান্ন ভান্ডারের ফ্রিজে পচা দই! জরিমানা ৫০ হাজার টাকা

Paris
জুলাই ২১, ২০১৬ ১:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর আরডিএ মার্কেটের পশ্চিমে বিশালাকার নবরুপ মিষ্টান্ন ভান্ডারের শো-রুম। এখানে প্রতিদিন নানা রকমের মিষ্টিসহ দই কিনতে ভীড় জামন শত শত ক্রেতা। নাম কুড়োনো এই মিষ্টির দোকানের আড়ালে যে ভেজাল ও নিম্নমাণের দই বিক্রি হয়-তা কখনো খোঁজ নিয়ে দেখেছেন ক্রেতারা?

দেখবনই কিভাবে, সেই সুযোগ টিই বা কোথায়? তাই তো না জেনেই ভাল বলে মনে করে কিনে নিয়ে গিয়ে নিম্নমাণের পচা দই খেতে হচ্ছে ক্রেতাদের। এমনই থলের বেড়াল বের হয়ে এসেছে ভ্রাম্যমান আদালতে অভিযানে।

বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শমর কুমার দাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল নগরীর আলপুট্টি এলাকায় অবস্থিত নবরুপ মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অভিযান চালিয়ে এ তথ্য পান।

এসময় ডিপ ফ্রিজের মধ্যে রাখা বিপুল পরিমাণ পচা দই দেখতে পান আদালত। পরে নবরুপ মিষ্টান্ন ভান্ডারের মালিক নব কুমার ঘোষের ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

পরে পচা দুইগুলোও ধংস করে ফেলা হয়। সেইসঙ্গে সতর্ক করা হয় মালিককে।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর