মঙ্গলবার , ২৪ অক্টোবর ২০১৭ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত রুয়েট শিক্ষক

Paris
অক্টোবর ২৪, ২০১৭ ৯:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত  রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষক আহত হয়েছেন। তার নাম সাকিব যুবায়ের (৪০)। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নগরীর আক্ট্রোয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই শিক্ষক রুয়েটের ইউআরসি ডিপার্টমেন্টের শিক্ষক। তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষক সাকিব যুবায়েরের বরাত দিয়ে রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ওই শিক্ষক রাত সাড়ে আটটার দিকে তিনি নগরীর আক্ট্রোয় মোড় এলাকায় তার ভাড়া বাড়িতে ফিরছিলেন। এসময় কয়েকজন ছিনতাইকারী তার বাসার সামনেই পথরোধ করে।

একপর্যায়ে তারা শিক্ষক সাকিব যুবায়েরের নিকট থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তিনি বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে।

এরপর শিক্ষক সাকিব যুবায়েরের নিকট থেকে মানি ব্যাগসহ টাকা, একটি মোবাইল ফোন ও ক্র্যাডিট কার্ড ছিনিয়ে চলে যায়। পরে আহত শিক্ষককে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর