মঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নওগাঁয় আজও তাপমাত্রা ৯ ডিগ্রি, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

Paris
জানুয়ারি ২৩, ২০২৪ ১:২৩ অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধি :

সোমবার  (২২ জানুয়ারি) রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।  মঙ্গলবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।এ বিষয়ে নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আবহাওয়া পূর্বাভাস সংক্রান্ত যে তথ্য আমরা পেয়েছি, সেখানে আজকে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকার কথা। তাই জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা সাপেক্ষে টানা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার প্রাথমিক পর্যায়ের সরকারি-বেরসকারি এক হাজার ৩৭৪টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা না বালে ছুটি বাড়ানোর বিষয়ে পরবর্তী সময়ে আবারো সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে কথা বলতে নওগাঁ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা  ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ রকম তাপমাত্রা আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে।

সর্বশেষ - রাজশাহীর খবর