শনিবার , ১৪ এপ্রিল ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ধাপে ধাপে চুনো মাছের চচ্চড়ি রেসিপি

Paris
এপ্রিল ১৪, ২০১৮ ৪:৩০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চুনো মাছের চচ্চড়ি যে কী সুস্বাদু তা বাঙালি মাত্রেই জানে। নিমেষে এক থালা ভাত খাওয়া হয়ে যায় শুধু চুনো মাছ দিয়েই। আজ শিখে নিন চুনো মাছের চচ্চড়ির রেসিপি। 

কী কী লাগবে: ২০০ গ্রাম চুনো মাছ, ১টা মাঝারি আলু সরু, লম্বা করে কাটা, ১টা মুলো সরু, লম্বা করে কাটা, ১টা ছোট পেঁয়াজ কুচনো, ১টা বড় বেগুনের সিকি ভাগ সরু লম্বা করে কাটা, ২ চা চামচ গুঁড়ো হলুদ, ১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, ২টো কাঁচা লঙ্কা চেরা, নন, ২ টেবল চামচ সর্যের তেল।

কড়াইতে তেল গরম করে বেগুন দিয়ে ভাজতে থাকুন। নরম হয়ে এলে তেল থেকে তুলে রাখুন।

২-৩ মিনিট পর ঢাকনা খুলে মুলো দিয়ে দিন। ভাল করে মিশিয়ে আরও ২ মিনিট রান্না হতে দিন। যদি মনে হয় বেশি শুকিয়ে যাচ্ছে তা হলে জল দিন।
আলু ও মুলো সিদ্ধ হয়ে গেলে ভাজা মাছ, বেগুন ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে জল পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
ভাল করে মিশিয়ে নিয়ে স্বাদ চেখে দেখে আঁচ বন্ধ করুন। গরম ঝুরঝুরে ধোঁওয়া ওঠা ভাতের সঙ্গে খান চুনো মাছের চচ্চড়ি।

 

সর্বশেষ - লাইফ স্টাইল