ধর্ষক ও ধর্ষণের সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই নির্যাতিত শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তিনি।
শুরু থেকেই ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেত্রীরা একাত্মতা জানিয়ে তার সাথে অবস্থান নিয়েছেন।
এর আগে, গত ২০ ও ২১ সেপ্টেম্বর ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগ এনে কোটা আন্দোলনের নেতা হাসান আল মামুন ও নুরুল হক নুরসহ ছয় জনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেন ওই ছাত্রী।
মামলার ১৮ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। এ প্রেক্ষিতেই অবস্থান কর্মসূচি শুরু করেছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমি মামলা করেছি ১৭ দিন আগে। পুলিশ চাইলে যে কোনো সময় আসামিদের গ্রেফতার করতে পারে। এতদিন পরও কেন কাউকে গ্রেফতার করা হচ্ছে না? আমার মনে হয় পুলিশ প্রভাবিত। আসামিরা তো প্রভাবশালী বটেই। কোনো এক অজ্ঞাত কারণে বা কোনো অদৃশ্য শক্তির বলে আসামিরা গ্রেফতার হচ্ছে না।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন