সিল্কসিটিনিউজ ডেস্ক :
দেশে দ্রুত নির্বাচন দিতে অন্তবর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।
তিনি বলেন, গত ১৫ বছর ধরে জনগণ ভোট দিতে পারেনি। জনগণ তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল।দেশের জনগণের প্রত্যাশা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে, তাই দ্রুত সময়ের ভেতরে বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী- একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন। সেই নির্বাচিত সরকার জনগণের কথামতো চলবে।
শুক্রবার বাদ জুমা রুপনগর ৭নং ওয়ার্ডের একটি স্কুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে মেহমানদারি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল এ আহ্বান জানান।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে আমিনুল হক বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকার দেশের কোনো উন্নয়ন করে নাই। উন্নয়নের নামে শুধু নিজেদের পকেটের উন্নয়ন করেছে।
তিনি বলেন, আজকে বাংলাদেশের বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি- এর কারণ হলো এখন পর্যন্ত আওয়ামী সিন্ডিকেট দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করে রেখেছে।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব- খুব দ্রুত সময়ের মধ্যে বাজারে আওয়ামী সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনুন।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, রুপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান হাবিব, অলিউল হাসানাত তুহিন মাস্টার, পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কামাল হুসাইন খান, যুবদল রুপনগর থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাঈম হোসেন, স্বেচ্ছাসেবক দল রুপনগর থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজেদুল আলম টুটুল, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুন, সিনিয়র সহসভাপতি ইমরান মুন্সি, সাধারণ সম্পাদক মো. খোকন, ছাত্রদল রুপনগর থানার সাধারণ সম্পাদক কাওছার মল্লিক, যুবদল ৭নং ওয়ার্ডের আহ্বায়ক সোহাগ শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র: যুগান্তর