শনিবার , ১০ অক্টোবর ২০২০ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দুর্দান্ত জয়ে নাদাল এবার জকোভিচের মুখোমুখি

Paris
অক্টোবর ১০, ২০২০ ৯:৩৪ পূর্বাহ্ণ

ফরাসি ওপেনের সেমিফাইনালে আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্ৎজম্যানকে হারিয়ে ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। ম্যাচের ফল নাদালের ৬-৩, ৬-৩, ৭-৬। গত মাসেই রোম ওপেনে এই শোয়ার্ৎজম্যানের কাছেই হারতে হয়েছিল নাদালকে। এবার স্ট্রেট সেটে ম্যাচ জিতে সেই হারের মধুর প্রতিশোধ নিলেন তিনি। ফাইনালে নাদালের সামনে এখন আরেক টেনিস সুপারস্টার নোভাক জকোভিচ।

নাদাল এখন রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছোঁয়ার পথে। গত বছরের চ্যাম্পিয়ন নাদাল বলেছেন, ‘দারুণ মুহূর্ত। ফরাসি ওপেনের ফাইনালে ফের খেলব। দিয়েগো কঠিন প্রতিপক্ষ। সম্প্রতি তার কাছেই রোম ওপেনে হেরেছি। তাই জানতাম লড়াই হবে। চাপের মুখে কিছু ভুল করেছি। ফাইনালে কিন্তু এসব আর করা চলবে না।’

উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্র ওপেনে খেলার সময়ে নাদালকে জঙ্গলের সিংহের সঙ্গে তুলনা করেছিলেন শোয়ার্ৎজম্যান। এবারও প্রতিপক্ষের প্রশংসা করে তিনি বলেন, ‍‘’নাদাল হলেন একজন লড়াকু টেনিস ব্যক্তিত্ব। গুরুত্বপূর্ণ সময়ে কীভাবে ম্যাচ বার করতে হয়, সেটা নাদালের চেয়ে ভালো কেউ জানে না।’

এবার নাদালের সামনে জকোভিচ। বিশ্বের এক নম্বর তারকাকে গত শুক্রবারের সেমিফাইনালে জিততে গ্রিসের স্টেফানো চিচিপাসের বিপক্ষে পাঁচ সেট লড়াই করতে হয়। ৬-৩, ৬-২, ৫-৭, ৪-৬, ৬-১ সেটে তিনি সেই ম্যাচ জিতেছেন। পাঁচ বছর পরে আবারও রোলঁ গ্যারোজে মুখোমুখি হবেন দুই তারকা। ২০১৫ সালে কোয়ার্টার ফাইনােল নাদালকে স্ট্রেট সেটে হারিয়েছিলেন জকোভিচ। কিন্তু এবার এখন পর্যন্ত নাদাল একটি সেটও হারাননি।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা