শনিবার , ২০ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দীর্ঘক্ষণ ধরে বিদ্যুৎহীন ঢাকা বিশ্ববিদ্যালয়

Paris
আগস্ট ২০, ২০১৬ ৮:২৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অংশে বিদ্যুৎ নেই। ছাত্রদের ছয়টি হল, রেজিস্ট্রার ভবনও সন্ধ্যার পর থেকে ডুবে আছে অন্ধকারে।

 

আজ শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে বিদ্যুৎ নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাংশে। সন্ধ্যার পর থেকেই অন্ধকারে আছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু হল, কবি জসীমউদদীন হল, বিজয় একাত্তর হল, মুহম্মদ মুহসীন হল ও জহুরুল হক হল। একই সঙ্গে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে কলাভবন, রেজিস্ট্রার ভবন ও টিচার্স ক্লাব। রাত ৮টায় প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ আসেনি।

 

এ ব্যাপারে প্রক্টর ড. আমজাদ আলী বলেন, ‘আমি প্রকৌশলীকে ফোন দিয়েছি। কী কারণে বিদ্যুৎ নেই তা তিনি আমাকে বলতে পারেননি। আমিও ওই এলাকাতেই আছি।’

 

এদিকে সন্ধ্যার পর থেকেই বিদ্যুতের জন্য হৈ চৈ শুরু করে দেন সব হলের ছাত্ররা। কবি জসীমউদদীন হলের মাঠে জড়ো হয়েছেন একাধিক হলের শিক্ষার্থীরা।

 

সূত্র:এনটিভি

সর্বশেষ - শিক্ষা