তুরস্কে দেওয়া হবে পাঁচ ডোজ করোনার টিকা!

তুরস্কের স্বাস্থ্যবিভাগ জানিয়েছে তারা নির্দিষ্ট কিছু মানুষকে বুস্টার হিসেবে করোনা ভাইরাসের টিকার পঞ্চম ডোজ নেয়ার জন্য আহ্বান জানিয়েছে।

গত বছরের আগস্ট মাসেই কয়েকজনকে চার ডোজ টিকা দেয় দেশটি।  যারা অন্তত তিন মাস আগে চীনের সিনোভ্যাক ও বায়োনটেকের দুই ডোজ করে টিকা নিয়েছেন তারাই এই পঞ্চম ডোজ নেয়ার জন্য বিবেচিত হবেন।

পঞ্চম বা বুস্টার ডোজ হিসেবে তারা  সিনোভ্যাক, বায়োনট্যাক ও তুরস্কের নিজের তৈরী তুর্কোভ্যাক নিতে পারবেন।  ভ্যাকসিন নেয়া নিয়ে অনেকের মধ্যে শঙ্কা কাজ করে।  এখন নিজ দেশে তৈরি হওয়ায় মানুষের মনে যে শঙ্কা আছে সেটি দূর হবে বলে বিশ্বাস দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের।

তুর্কোভ্যাক তুরস্ক নিজেই তৈরি করেছে।  কয়েকদিন আগে এটি জরুরীভাবে ব্যবহার করার জন্য অনুমতি দেয়া হয়। দেশটির সিটি হাসপাতালে প্রথম এ ভ্যাকসিন দেয়া হয়। ধীরে ধীরে সবগুলো হাসপাতালেই পাঠানো হবে তুর্কোভ্যাক ভ্যাকসিন।

তুরস্কে এখন পর্য়ন্ত ৮৩ ভাগ মানুষ করোনার দুই ডোজ টিকা নিয়েছে।  অন্যদিকে ৯১.৬ ভাগ মানুষ  নিয়েছে এক ডোজ।

 

সূত্রঃ যুগান্তর