শুক্রবার , ১৩ আগস্ট ২০২১ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তুরস্কে আকস্মিক বন্যা; মৃত্যু বেড়ে ২৭

Paris
আগস্ট ১৩, ২০২১ ১০:২৯ অপরাহ্ণ

একের পর এক প্রাকৃতিক দুর্যোগ হানা দিচ্ছে তুরস্কে। দাবানল থেকে সবে সেরে ওঠা দেশটির উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) কৃষ্ণ সাগরের উপকূলীয় কয়েকটি শহর বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি-দোকানপাটসহ নানা স্থাপনা।

এ নিয়ে চলতি মাসে দু’টি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়লো তুরস্ক। দেশটির দক্ষিণাঞ্চলের বহু এলাকা দাবানলে বিপর্যস্ত হয়েছে। দুই সপ্তাহ ধরে সেখানে আগুন নেভাতে গিয়ে হিমশিম অবস্থায় তুরস্ক কর্তৃপক্ষ। এরমাঝেই দেখা দিলো আকস্মিক বন্যা।

শুক্রবার (১৩ আগস্ট) তুরস্কের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, কাস্তামনু প্রদেশে বন্যায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিনোপে বন্যায় প্রাণ গেছে আরও দুইজনের। উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে বন্যাকবলিত এলাকায়। সেখানে হেলিকপ্টার ও নৌকাযোগে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক