বুধবার , ১৭ জানুয়ারি ২০১৮ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তানোরে বিলকুমারী বিলের মাছের মেলা

Paris
জানুয়ারি ১৭, ২০১৮ ৬:৪২ অপরাহ্ণ

তানোর প্রতিনিধি:
রাজশাহী তানোরে বিলকুমারী বিলের পাড়ে ডাকবাংলো মাঠে মাছের মেলা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলে এই মাছের মেলা। বিভিন্ন এলাকার মৎস্যজীবিরা বিলকুমারী বিলের অভয় আশ্রমের মাছ ধরে মেলার মাঠে এনে বিক্রি করে।

প্রতি বছরের ন্যায় এবার উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে মাছের মেলা আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়। সকালে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) এমপি ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় তানোর উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা শওকাত হোসেন , তানোর থানা ওসি রেজাউল ইসলাম, তানোর থানা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন, তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় নেতা-কর্মীরা।


মেলায় রাজশাহী শহরসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ বিলের মাছ কেনার জন্য আসেন। বাহারী রকমের মাছ মেলায় উঠে। অন্য দিনের চেয়ে দামও বেশি হয়। তবুও লোকজন বেশি দাম দিয়ে মেলার মাছ কিনেন।

মাছের মেলার মাঠে আসা মাসুম, আকতারসহ অনেকে অভিযোগ করে বলেন, মৎস্যজীবিরা বিলের মাছের পাশাপাশি পুকুরের মাছ মেলায় বিক্রি করচ্ছে।

তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, মেলা সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হয়েছে। অনেকের অভিযোগ করছেন, মেলা পুকুরের মাছ বিক্রি করা হচ্ছে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকাত হোসেন আলী বলেন, সকাল ৬টা থেকে বিলে মাছ ধরা শুরু হয়েছে। অনেকের অনেক রকম অভিযোগ রয়েছে। বিষয়গুলো আমরা দেখবো।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর