সিল্কসিটিনিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্র আসছে প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই দল রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কে হবেন তা মোটামুটি বোঝাই যাচ্ছে।
প্রার্থিতার লড়াইয়ের পাশাপাশি হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এখন চলছে নির্বাচনী প্রচারণার তহবিল সংগ্রহের প্রতিযোগিতা।
এক মাসে আগেও রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার তহবিলে বেশ ঘাটতি ছিলো।
একজন ধনাঢ্য এই ব্যবসায়ীর তহবিলে ঘাটতি নিয়ে বেশ আলাপও হয়েছে।
মে মাসে মোটে তিন মিলিয়ন ডলার জমেছিলো তার তহবিলে।
কিন্তু হিলারি ক্লিনটন এগিয়ে ছিলেন ৪০ মিলিয়ন ডলার বেশি।
দু দলের ইতিহাসে নির্বাচনী তহবিল ঘাটতিতে এটা ছিলো সবচাইতে বড়।
কিন্তু এক মাসেই হটাত বিশাল তহবিল তৈরি করে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনী প্রচারণার জন্য গত মাসেই ৫০ মিলিয়ন ডলার যোগাড় করেছেন তিনি।
এতে করে তিনি আরো শক্তভাবে হিলারি ক্লিনটনকে মোকাবেলা করতে পারবেন বলে মনে করা হচ্ছে।
ইমেইলের মাধ্যমে তহবিল সংগ্রহের কার্যক্রমে যার অর্ধেক যোগাড় হয়েছে।
বাকি অর্থ রিপাবলিকান পার্টির আয়োজিত নানা অনুষ্ঠানে পাওয়া গেছে।
কিন্তু তারপরও পিছিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।
কারণ হিলারি ক্লিনটন গত মাসে যোগাড় করেছেন শত্তুর মিলিয়ন ডলার।
এই অর্থ দিয়ে চলবে নির্বাচনে ভোট জয় করার নানান ক্যাম্পেইন।
সূত্র:বিবিসি