বুধবার , ১৯ আগস্ট ২০২০ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ঢাকা থেকে ৩০ হাজার কুকুর সরানোর চিন্তা

Paris
আগস্ট ১৯, ২০২০ ১০:১৮ পূর্বাহ্ণ

রাজধানীর বাইরে বিপুলসংখ্যক কুকুর সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগের প্রেক্ষাপটে আপাতত ৩০ হাজার কুকুর স্থানান্তরের কথা ভাবছে নগর সংস্থাটি। তবে এসব কুকুরের নতুন আবাস কোথায় হবে, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

রাজধানীতে এক লাখের বেশি কুকুর আছে। এসব কুকুর মূলত বিভিন্ন এলাকার রেস্তোরাঁ বা বাসাবাড়ির ফেলে দেওয়া খাবার খেয়ে জীবন ধারণ করে। করোনার মধ্যে খাবারের দোকান বন্ধ থাকায় খাদ্যসংকটে পড়ে এই প্রাণী। এর মধ্যে কুকুরের কামড়সহ নানা ধরনের বিড়ম্বনার বিষয়ে সিটি করপোরেশনে অভিযোগ জানিয়েছে বাসিন্দারা। সেসব অভিযোগের সূত্র ধরে কুকুর স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে।

ঢাকা থেকে কুকুর সরানোর পরিকল্পনার বিষয়ে নিজের দেওয়া ২০২০-২১ অর্থবছরের বাজেট বক্তব্যে ইঙ্গিত দিয়েছিলেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। তবে এখনো তা পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ আছে। মো. আবু নাছের বলেন, কুকুর সরানোর বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে। তবে কোন জায়গায় এবং কোন প্রক্রিয়ায় সরানো হবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। কুকুর সরানোর কাজ করবে স্বাস্থ্য বিভাগ।  কুকুর সরানোর পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিনও।- সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়