বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০১৬ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ট্রেনের টিকেট নিতে আজও ভিড় কমলাপুরে

Paris
সেপ্টেম্বর ১, ২০১৬ ৩:৩৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঈদ সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির চতুর্থ দিন আজ বৃহস্পতিবার। গত তিন দিনের মতো আজও কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে টিকেটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড়। সকাল ৮টায় শুরু হয় টিকেট বিক্রি। আজ দেওয়া হচ্ছে ১০ সেপ্টেম্বরের টিকেট।

খোঁজ নিয়ে জানা যায়, ঈদ উদযাপন করতে বাড়ি যাওয়ার আগাম টিকেট সংগ্রহ করতে রাত থেকেই লাইনে দাঁড়িয়েছেন অসংখ্য মানুষ। আর সকাল থেকে মানুষের সে ভিড় আরো বাড়ছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে কমলাপুর রেলস্টেশনে তাই ঘুরেফিরে আবারও সেই একই দৃশ্য।

আগামীকাল ২ সেপ্টেম্বর দেওয়া হবে ১১ সেপ্টেম্বরের টিকেট। আর ঈদের পর ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ৫ সেপ্টেম্বর সোমবার থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট কাটতে পারবেন।

ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন থাকছে ১০টি। আর ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের জন্য স্পেশাল দুই জোড়া ট্রেন চলাচল করবে। বাতিল করা হয়েছে সব ট্রেনের সাপ্তাহিক ছুটি।

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়