সোমবার , ১৭ জানুয়ারি ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ট্রাম্পকে নিয়ে ভিডিও শেয়ার করায় অ্যাকাউন্টই বাতিল!

Paris
জানুয়ারি ১৭, ২০২২ ১০:৩৮ পূর্বাহ্ণ

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেছে ইরান।

দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওয়েব সাইটে প্রকাশিত ভিডিওটি খামেনির একটি টুইটার অ্যাকাউন্টেও প্রকাশ করা হয়। এরপর মূহুর্তেই তা ভাইরাল হয়ে যায়।

তবে এই ভিডিওটি টুইটারের নীতি বিরোধী হওয়ায় তা মুছে ফেলা হয়েছে। সঙ্গে খামেনির অ্যাকাউন্টটিও বাতিল করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

২০২০ সালে ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস বাহিনীর কমান্ডার জেনারেল সোলাইমানিকে ট্রাম্পের নির্দেশে হত্যা করা হয়। এরপর থেকেই ইরান ট্রাম্পের বিচার চেয়ে আসছে। তাকে কিভাবে হত্যা করা হবে সেটি ধারণা দিয়ে অ্যানিমেটেড ভিডিও বানায় নিউক্লিয়ার শক্তিসমৃদ্ধ দেশটি।

জেনারেল সোলাইমানি ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন।

তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই সোলাইমানিকে হত্যা করা হয়। ট্রাম্প প্রকাশ্যেই তা স্বীকার করেন।
এই ঘটনার বিচার না হলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক